বাংলার খবর২৪.কম : বিএনপির রাজপথের আন্দোলন সংগ্রামের ভ্যান গার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে রুদ্ধদার মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ।
বুধবার রাত ৮টা থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সূত্র জানায়, মতবিনিময়কালে সাংগঠনিক বিষয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনের আন্দোলন সংগ্রামের কৌশল নির্ধারণ, কেন্দ্রীয় কমিটি নতুন করে গঠন, ৬৪টি জেলা কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটির মধ্যে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো কিভাবে দ্রুত করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে।
মতবিনিময়ে ছাত্রদলের নেতারা আগামী দিনের কমিটি কেমন করা উচিত তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। খালেদা জিয়া সবার বক্তব্য শুনেছেন। মুলতবি মতবিনিময়ে সম্পাদক থেকে এর উপরের সর্বস্তরের নেতারা তাদের বক্তব্য বিএনপি চেয়ারপারসনের সামনে তুলে ধরবেন। সবার বক্তব্য শেষে খালেদা জিয়া ছাত্রদলের উদ্দেশে তার বক্তব্য দেবেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত একাধিক সূত্র জানায়, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দুজন সম্পাদকসহ সদস্য, সহ-সম্পাদক পর্যায়ের অন্তত ৪০ জন নেতা বক্তব্য দেন। প্রথম দিনের মতবিনিময়ে যারা বক্তব্য দিয়েছেন তারা প্রায় সকলেই নিজেদের বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরেন। পাশাপাশি নিজেদের বিগত দিনের অবদানের কথা তুলে ধরেন। অনেকে তাদের বক্তব্যে ৫ জানুয়ারির নির্বাচনের আগের আন্দোলনে ছাত্রদলের ব্যর্থতার কথা স্বীকার করেন। যারা বক্তব্য দিয়েছেন তাদের প্রায় সবাই অপেক্ষাকৃত কম বয়সী। তারা আগামী দিনে, অপেক্ষাকৃত কম বয়স্ক, অভিজ্ঞ, দলের দুসময়ে ছিলেন এমন নেতাদের নেতৃত্বে আনার দাবি জানান। কেউ কেউ আগামী দিনের নেতৃত্বে বিবাহিতদের না আনার দাবি জানান। তবে অনেকে আবার বলেছেন, বিবাহিত অবিবাহিতের চেয়ে সবচেয়ে জরুরি দলের প্রতি কার কতটুকু অবদান আছে তা বিবেচনা করে নেতৃত্ব নির্বাচন করা।
ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির শীর্ষ নিউজকে বলেন, মতবিনিময়ে দলের সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা হয়েছে কিভাবে আগামী দিনে সরকার পতনের আন্দোলন সংগ্রাম পরিচালনায় সফল হতে পারে ছাত্রদল।
তিনি বলেন, প্রায় চার ঘণ্টাব্যাপী মতবিনিময়কালে দলের চেয়ারপারসন প্রথমে সদস্য ও তারপর যুগ্ম সাধারণ সম্পাদকদের কথা মনোযোগ দিয়ে শুনে মতবিনিময় সভা আজকের মতো মুলতবি করেন। আগামী ২৪ শে আগস্ট আবারো মুলতবি মতবিনিময় সভা শুরু করবেন খালেদা জিয়া। আর তখনই আসতে পারে ছাত্রদলের নতুন দিক নির্দেশনা।
এসময় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুবর রশিদ হাবিব, সিনিয়র সহ সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ, এ বি এম পারভেজ রেজা, ওমর ফারুক শাফিন, আনোয়ারুল হক রয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওবায়দুল হক নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হাসান, মামুনুর রশিদ মামুন, এজমল হোসেন পাইলট, সাংগঠনিক সম্পাদক রাজীব আহসান, দফতর সম্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান