দক্ষিণ ইয়েমেনের আদেন শহর থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিয়েছে সৌদি আরব। একইসঙ্গে রাষ্ট্রদূতদের সরিয়ে নিয়েছে অন্যান্য আরব মিত্ররাষ্ট্রগুলোও। ইয়েমেনের হুতিঅধ্যুষিত অঞ্চলগুলোয় বিমান হামলা পরিচালনার তৃতীয় দিনে এ উদ্যোগ নেয়া হয়েছে।
অপারেশন টর্নেডো: সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল-সূত্রে জানা যায় সৌদি নৌবাহিনী ইয়েমেনের আদেন শহরে ‘টর্নেডো’ নামে একটি অভিযান পরিচালনা করে। এ অভিযানের আওতায় সৌদি আরব, কুয়েত ও আরব আমিরাতের রাষ্ট্রদূতদের নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়। এ তিনটি দেশ গতমাসেই দূতাবাসগুলো আদেনে সরিয়ে নিয়ে এসেছিল। এর আগে দূতাবাসগুলো ছিল রাজধানী সানায়। সেখান হুতিরা আধিপত্য বিস্তার করার পর দূতাবাস পরিবর্তন করা হয়।
যুদ্ধের অগ্রগতি: জানা যায় যে উদ্দেশ্যে হুতিঅধ্যুষিত অঞ্চলগুলোয় বিমানহামলা চালানো হচ্ছে তা খুব বেশি সফল হতে পারেনি। হুতিদের অগ্রগতি ঠেকানো যাচ্ছে না। আরও এক সূত্র জানায় গত সপ্তাহের বুধবার ইয়েমেনের রাষ্ট্রপ্রধান মনসুর হাদি যুদ্ধ শুরু প্রাক্কালে সৌদি আরবে পালিয়ে যান। তবে শনিবার তিনি মিশরে আরব লিগের শার্ম আল শাইখ বৈঠকে যোগ দেবেন।
ঐ বৈঠকে ইয়েমেনের স্থলভাগেও আরও ব্যাপক পরিসরে হুতিবিরোধী তৎপরতা পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান