ঢাকা : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তরে আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকনকে চূড়ান্ত সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত ঢাকা মহানগর আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় তিনি দলের পক্ষ থেকে আনিসুল হক ও সাঈদ খোকনকে চূড়ান্ত সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন।
উপস্থিত দলীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে আনিসুল হক ও সাঈদ খোকনকে তুলে দিলাম। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তাদেরকে জিতিয়ে আনবেন।
প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রত্যেক ওয়ার্ডে একজনই কাউন্সিলর প্রার্থী হবেন। তার পক্ষে সবাই কাজ করবেন। কেউ বিদ্রোহ করলে পরিণতি ভাল হবে না।
বৈঠকের পর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, “দক্ষিণে সাঈদ খোকন এবং উত্তরে আনিসুল হককে সমর্থন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। দলীয় সভানেত্রী তাদের সঙ্গে নেতাকর্মীদের পরিচয় করিয়ে দিয়েছেন।”
হানিফ বলেন, “বৈঠকে দলীয় সমর্থিত প্রার্থীদের হয়ে কাজ করার জন্য প্রধানমন্ত্রী সবাইকে নির্দেশ দিয়েছেন। আর প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে যাতে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত হয়, তাও মহানগর নেতাদের নিশ্চিত করতে বলেছেন।”
যে কোনো বিষয়ে দলের সিদ্ধান্ত অমান্য করলে তার পরিণতি ‘ভালো হবে না’ বলেও শেখ হাসিনা সতর্ক করে দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, দলের উপদেষ্টাম-লীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান