বাংলার খবর২৪.কম খুলনা : বুধবার সকাল ১০:৩০ ঘটিকা হতে ১৮:০০ ঘটিকা পর্যন্ত খুলনা মহানগরীর বিভিন্ন ক্লিনিক, ডায়াগোনেস্টিক সেন্টার এবং ফার্মেসীতে র্যাব-৬ এর বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় এমবিবিএস এবং বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে রোগি দেখার সময় ৭ জনকে হাতে নাতে ধৃত করে তাৎক্ষনিকভাবে জরিমানা ছাড়া কারাদন্ড প্রদান করে খুলনা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। অভিযান পরিচালনা করেন র্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল এনামুল আরিফ সুমন, বীর। মোবাইল কোর্ট পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা। উক্ত অভিযানে খুলনার সিভিল সার্জনের প্রতিনিধি সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাসুদ সাত্তার উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের বি¯¹ারিত বিবরণ, ধৃত হওয়ার স্থান, ভূয়া ডিগ্রী এবং দন্ড নি¤েœ ছকে প্রদত্ত। তাদের প্রদত্ত প্রেসক্রিপশন আলাদা ফাইলে সংয্ক্তু করা হল।
দন্ডিত ভূয়া এমবিবিএস ডাক্তারগণ স্বীকার করেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ সারাদেশে তাদের মত আড়াই শতাধিক ভূয়া এমবিবিএস ডাক্তার রয়েছে। তারা প্রায়শই স্থান পরিবর্তন করে এবং কৌশলে সহজ সরল মানুষকে ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে আসছিল। তাদের নামের পাশে এমবিবিএস, এমডি (ডক্টর অব মেডিসিন), পিএইচডি, পিজিটি, মেডিসিন, চর্ম, শিশু প্রভৃতি বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডিগ্রীর মিথ্যা বিবরণ দিয়ে প্রতারণা করছিল। অধিকাংশেরই শিক্ষাগত যোগ্যতা না থাকলেও প্রতারণা চালিয়ে যাচ্ছেন এবং স্বাস্থ্য সেবাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছিলেন। অনেকে বিজ্ঞান বিষয়ে পড়াশুনা না করেও এমবিবিএস ডাক্তার বনে গেছেন। তারা স্বীকার করেন যে, তারা কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে সার্টিফিকেট কিনে এনেছেন। তারা আরও জানান যে, এসব ভূয়া ডাক্তারের বিভিন্ন স্বার্থ রক্ষায় একটি সংগঠন ও রয়েছে। তাদের সহজে যাতে কেউ ধরতে না পারে সে জন্য এ সংগঠনটি কাজ করছে। তাদের নামের পূর্বে ডাক্তার পদবী লিখার বিষয়ে উচ্চ আদালতে রিট করেছেন মর্মে জানান। তারা প্রত্যেককে তাদের অপকর্মের কথা স্বীকার করেন এবং কিভাবে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে অপকর্ম করেন তার বিস্তারিত বিবরণ দেন। খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে ফার্মেসী, ডায়াগোনেস্টিক সেন্টার, ক্লিনিক ও চেম্বারে একযোগে অভিযান চালিয়ে রোগী দেখার সময় তাদের হাতেনাতে ধরা হয়। এরা অত্যন্ত কৌশলী এবং সচতুর। একজনকে ধরলে বাকিরা দ্রুত গাঢাকা দেয় এবং স্থান পরিবর্তন করে পুনরায় ব্যবসা চালু করে। র্যাবের ভ্রাম্যমান আদালত এ যাবৎ অর্ধশতাধিক ভূয়া ডাক্তারকে দন্ড প্রদান করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান