গোপালগঞ্জ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপদমুক্ত ছাত্রলীগ গড়ে তুলতে হবে। ছাত্রলীগ আমাদের সম্পদ। কিছু কিছু জায়গায় সম্পদ আপদে পরিণত হয়েছে। এরা দলের দুর্নাম করে। এদের সংখ্যা খুবই কম। আপদ দিয়ে আমাদের দেশের উন্নয়ন হবে না।
শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, 'ছাত্রলীগ ও তারুণ্য আমদের সম্পদ। প্রধানমন্ত্রী তরুণদের হাতে বই, খাতা, কলম তুলে দিয়েছেন। তাদের আমরা সম্পদে পরিণত করছি। এখান থেকেই ছাত্রলীগের নেতা ও নেতৃত্ব বেরিয়ে আসবে। তারুণ্যই একদিন বাংলাদেশকে অভিষ্ট লক্ষে পৌঁছে দেবে।
ওবায়দুল কাদের বলেন, 'বঙ্গবন্ধুর মেধা, বীরত্ব, সাহস, আদর্শ ও দর্শনে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করি। বঙ্গবন্ধুই আমকে রাজনীতিতে নিয়ে এসেছেন। আমি বঙ্গবন্ধুর জন্যই রাজনীতি করি। কোন দিন মাল কামানোর ধান্দা করিনি। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখেছি। মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করে আপনাদের অকৃত্তিম ভালবাসা পাচ্ছি। এর চেয়ে পওয়ার আর কিছুই নেই।'
এ সময় কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবুল হাজরার সম্মেলনে সভাপতিত্ব করেন। এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধূরী এমদাদুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান