বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশের মধ্যে পারাপারের সময় ১২ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। তবে এসময় পাচারকারী কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার সন্ধ্যা ৭টায় ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী গ্রাম থেকে তাদের আটক হয়।
আটককৃতরা হলেন- যশোরের কালার ছেলে সুজা (২৩), খোকনের স্ত্রী সমতা (৩২), কামরুলের ছেলে ছাব্বির (২০), খুলনার কাদেরের ছেলে জুম্মান (১৯), সজনের ছেলে মমিন (১৯), ফোরকানের ছেলে রফিক (১৯), ইসমাইলের ছেলে জাহিদ (১৮), সাতীরার সোনামিয়ার ছেলে সাজ্জাদ (২০) ও আব্দুর রাজ্জাক (২৫), নড়াইলের জিতু শেখের ছেলে আজাবুর (২৬), রেজাউলের স্ত্রী রুমা বেগম (৩০) ও ঝিনাইদহের সোহরাবের ছেলে বিল্লাল (২২)।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক হওয়া নারী-পুরুষেরা স্থানীয় পাচারকারীদের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত-বাংলাদেশের মধ্যে পারাপার হচ্ছিল।
তিনি আরো বলেন, গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে জানায় বিজিবি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান