নিউইয়র্ক : বিশ্ব সম্প্রদায় বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল জেন এলিসন।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষই দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবে।”
এসময় সব দল ও মতকে ধারণ করে, পরস্পরের প্রতি শ্রদ্ধা দেখিয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখা হবে বলে আশা প্রকাশ করেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি। জেন এলিসন বলেন, “বাংলাদেশ জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র। জাতিসংঘ সনদ বাস্তবায়ন, মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও বিশ্বশান্তি সংরক্ষণে বাংলাদেশ বিশ্বের কাছে রোলমডেল হয়ে উঠেছে।”
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান