বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার বা আটক করেনি জানিয়ে পুলিশের আইজিপি এ কে এম শহিদুল হক বলেছেন, সালাহ উদ্দিনকে আটক করা হয়নি। বরং তাকে খুঁজে বের করতে সব ধরনের তৎপরতা চালাচ্ছে পুলিশ
শুক্রবার দুপুরে কমিউনিটি পুলিশিং জেলা সমাবেশ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জনগণ হরতাল অবরোধ পছন্দ করে না এমন দাবি করে এ কে এম শহিদুল হক বলেন, বোমা মেরে মানুষ হত্যা, গাড়ি ভাংচুর, হরতাল-অবরোধ জনগন পছন্দ করে না। এজন্য আজ দেশের কোথাও হরতাল-অবরোধ নেই।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে মন্তব্য করে তিনি বলেন, যারা নাশকতার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নাশকতাকারীদের জনগণ প্রত্যাখান করেছে। ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
টাঙ্গাইল জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে ঢাকা রেঞ্জ এর ডিআইজি এস, এম মাহফিজুল হক নূরুজ্জামান, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন বক্তব্য রাখেন।
এছাড়া সমাবেশে জেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয় কমিটির আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিস স্বাগত বক্তব্য দেন।
সমাবেশে জেলার ১২টি উপজেলা থেকে কয়েক হাজার পুলিশিং কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান