চট্টগ্রাম: মেয়র পদ থেকে পদত্যাগ করে আবারো চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম।
শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পরে বিকেল ৩টা ৪০ মিনিটে নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মনজুর।
সিটি করপোরেশনের কে বি আব্দুস সাত্তার মিলনায়তনে আয়োজিত এক সভায় প্যানেল মেয়র-১ মোহাম্মদ হোসেনের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন মনজুর আলম। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ, সচিব রশিদ আহমদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এরপর তিনি দলীয় লোকদের নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান। সেখানে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের হাত থেকে মনোনয়নপত্র নেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।
এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল নোমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর শাহ আমানত (র.) মাজার জেয়ারত করতে যান মনজুর আলম।
এদিকে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসেবে মনজুর আলমকে বিএনপির পক্ষ থেকে সমর্থন দেয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান