মো: মিনহাজ উদ্দিন: ডেমরা যুব সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা র্যালির আয়োজন করা হয়। যুব সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মো: আব্দুল মানেকের নেতৃত্বে স্বাধীনতা র্যালিটি ডেমরা থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালির মূল প্রতিপাদ্য বিষয় ছিল মাদকমুক্ত ডেমরা এলাকা ঘোষনা করা এবং মাদরকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ডেমরা যুব উন্নয়ন ফাউন্ডেশনটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়ে আর্থ সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছে। প্রতি রমযান মাসে দুষ্থ এবং গরীবদের মাঝে পোশাক সরবরাহ করে থাকেন। এছাড়াও ফ্রি চিকিৎসা ক্যাম্প, ফ্রি ঔষধ সরবরাহ, মৃত ব্যক্তির জন্য কাফনের কাপড় সরবরাহ, কৃতি ছাত্র/ছাত্রীদের সর্ম্ভধনা ও প্ররস্কার প্রদান করে থাকেন। ফাউন্ডেশনের সভাপতি মো: আব্দুল মালেক জানান, উন্নয়ন মূলক এই কার্যক্রমকে ভবিষ্যতে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন্।
র্যালিতে উপস্থিত ছিলেন, সভাপতি মো: আব্দুল মালেক, সাধারন সম্পাদক এস এম হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, কোষাধক্ষ্য মো: জাকির হোসেন এবং দপ্তর সম্পাদক মো: আব্দুর রহিমসহ সকল সদস্যবৃন্দ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান