চট্টগ্রাম : ‘কোন অপরাধী যদি প্রকাশ্যে আসে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র বা কাউন্সিলর প্রার্থীও যদি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে নির্বাচনী কার্যক্রম চালাতে প্রকাশ্যে আসে তবে তাদেরকে কোন ছাড় দেবে না পুলিশ।’
বৃহস্পতিবার রাতে এমনটিই জানালেন সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল।
তিনি বলেন, ‘ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোন আসামি যদি আদালত থেকে জামিন ছাড়া নির্বাচনে অংশ গ্রহণ করে কিংবা প্রার্থীর পক্ষে কাজ করতে প্রকাশ্যে আসে তাহলে তাকে আইন অনুযায়ী গ্রেফতার করা হবে।’