ঢাকা : দেশের বর্তমান পরিস্থিতিতে সিটি নির্বাচনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নির্বাচন কমিশন (ইসি)। তাই আসন্ন ঢাকা-চট্টগ্রাম তিন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী বাজেটের প্রায় দুই তৃতীয়াংশেরও বেশি নিরাপত্তা খাতে ব্যয় করবে কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিএনপি সহ ২০ দলের টানা অবরোধ হরতালে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে নির্বাচন কমিশন তিন সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। তাই তারা নির্বাচনী বাজেটের বেশির ভাগ অর্থ ব্যয় করতে চাচ্ছে নিরাপত্তা খাতে।
ইসির উপসচিব শাহজাহান খান জানান, এবার তিন সিটি কপোরেশনে ৬৫ কোটি টাকার বাজেট ধরেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণে নির্বাচন পরিচালনা ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন খাতে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আর চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা।
তিনি জানান, নির্বাচনের আগে দেশের অবস্থা স্বাভাবিক না হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়াতে হবে সেক্ষেত্রে ব্যয়ও বেশি হবে। আগের সব সিটি নির্বাচনের চেয়ে এবার বাজেট অনেক বেশি বাড়াতে হবে।
তিনি আরো জানান, চট্টগ্রামের নির্বাচনের জন্য চলতি অর্থ বছরের বাজেটে বরাদ্দ অর্থ কমিশনের হাতে আছে। ঢাকার ভোটের জন্য কিছুদিন আগে অর্থ বিভাগকে চাহিদার কথা জানানো হয়েছে। শিগগিরই অর্থ ছাড় করা হবে বলে আশা করা হচ্ছে।
ইসির আরেক উপসচিব সামসুল আলম জানান, এ নির্বাচনে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার-ভিডিপি ও এপিবিএন সদস্যদের নিয়োজিত রাখা হবে। তবে পরিস্থিতি ভালো না হলে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা থাকতে পারে।
তিনি জানান, নির্বাচনী মালামাল ভোটকেন্দ্রে পৗঁছানো, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাহী ও বিচারিক হাকিমসহ ভোটের আগে পরে অন্তত চার দিন কয়েক লাখ লোক ভোটের কাজে নিয়োজিত থাকবেন।
ভোট কেন্দ্রে ও নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন চূড়ান্ত করতে ১৯ এপ্রিল সংশ্লিষ্ট বাহিনীর শীর্ষ কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার মতামত নেবে ইসি।
২৮ এপ্রিল তিন সিটির ভোট আয়োজনে কমিশন যে কর্মপরিকল্পনা ও বাস্তবায়নসূচি চূড়ান্ত করেছে তাতে ২ এপ্রিল ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ, ১২ এপ্রিল নির্বাচন পরিচালনার অর্থ বরাদ্দ, ১০ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে ব্যালট পেপার মুদ্রণ ও ১৯ এপ্রিল আইন-শৃঙ্খলা বৈঠক শেষ করবে ইসি।
একনজরে ঢাকা সিটি উত্তর
ঢাকা উত্তর সিটি করপোরেশন ওয়ার্ড সংখ্যা ৩৬, সংরক্ষিত ১২টি। মোট ভোটার ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। সম্ভাব্য ভোট কেন্দ্র এক হাজার ৮৭ টি। ভোট কক্ষ ৫ হাজার ৮২৮টি।
একনজরে ঢাকা সিটি দক্ষিণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ওয়ার্ড সংখ্যা ৫৭টি, সংরক্ষিত ১৯টি। মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন। সম্ভাব্য ভোট কেন্দ্র ৮৭৩ এবং ভোট কক্ষ চার হাজার ৪৩৯টি।
চট্টগ্রাম সিটি করপোরেশন
চট্টগ্রাম সিটি করপোরেশনে ওয়ার্ড সংখ্যা ৪১টি, সংরক্ষিত ১৪টি। মোট ভোটার ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন। ভোট কেন্দ্র ৭৫০ টি এবং ভোট কক্ষ পাঁচ হাজার ২৫০টি।