বাংলার খবর২৪.কম: পাবনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হাসান ইমাম এক জনাকীর্ন আদালতে এ রায় দেন। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ব্যাক্তি পাবনা সদর দাপুনিয়া ইউনিয়নের মাধপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৩৫)।
পাবনা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আক্তারুজ্জামান মুক্তা মামলার বরাত দিয়ে বলেন, গত বছরের ১১ জানুয়ারী রাতে কাদের তার স্ত্রী আলপনা খাতুন আসমাকে হত্যার পর বাড়ির পাশের একটি পুকুরে ডুবিয়ে রাখে। পরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে পাবনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ৬ মাস পূর্বে কাদেরের সাথে সদর উপজেলার কাশীপুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে আলপনার বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে কাদের তার স্ত্রীকে হত্যা করে।
পরে মামলাটি আদালতে বিচারাধীন হলে ২০ জন সাক্ষীর দেয়া তথ্যানুযায়ী অনুযায়ী যাচাই বাছাই শেষ আজ বিকেলে আদালতের বিচারক এ রায় ঘোষনা করেন। আসামী পক্ষে আইনজীবী ছিলেন এড: আজিজুল হক এবং বাদী পক্ষের আইনজীবী ছিলেন এড: আক্তারুজ্জামান মুক্তা।
চোলাই মদ সহ আটক
র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল মঙ্গলবার পাবনা সদর উপজেলার আশুতোষপুর গ্রামে অভিযান চালিয়ে চোলাইমদ সহ এক নারীকে আটক করেছে। আটককৃত আফরোজা বেগম ওরফে বুড়ি (৩৫) আশুতোষপুর গ্রামের খলিল শেখের স্ত্রী।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি আবুল কালাম সাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার বেলা ৩ টার দিকে পাবনা সদর উপজেলার আশুতোষপুর শেখপাড়া গ্রামের আফরোজা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন ঘরের খাটের নীচ থেকে বস্তার মধ্যে রাখা ৫৪ কেজি চোলাইমদ উদ্ধার করে। এ সময় এই চোলাইমদ বিক্রির অভিযোগে আফরোজা বেগমকে আটক করা হয়। এ ঘটনায় পাবনা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান