ঢাকা : রাজধানীর কসাইবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ উচ্চক্ষমতা সম্পন্ন বোমা, গ্রেনেড, বিস্ফোরকসহ ৪ জেএমবি সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র্যাব সদর দফতরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে আটকদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
র্যাব-এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকুসুদল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সহিংস কর্মকাণ্ডের উদ্দেশ্যে দক্ষিণ খান প্রেমবাগান মোল্লারটেক এলাকায় জেএমবি সদস্যরা আস্তানা গড়ে তুলেছিল। এমন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে বিপুল পরিমাণ উচ্চক্ষমতা সম্পন্ন বোমা, গ্রেনেড, বিস্ফোরক ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান