ঢাকা: ফ্রান্সের আল্পসে মঙ্গলবার বিধ্বস্ত হওয়া জার্মান বিমানের ককপিটের ভয়েস রেকর্টিডিং উদ্ধার করা হয়েছে । তবে ফরাসি তদন্ত সংস্থা বলছে, তথ্য উদ্ধার করতে আরও কয়েকদিন কিংবা সপ্তাহ লেগে যেতে পারে। দ্বিতীয় ব্ল্যাক বক্সের সন্ধানে বৃহস্পতিবারও তদন্ত চলবে বলে জানা গেছে।
মঙ্গলবার দেড়শ আরোহী নিয়ে আল্পস পর্বতে বিধ্বস্ত হয় এয়ারবাস এ-৩২০।
নিহতদের স্বজনরা এরইমধ্যে আল্পসে জড়ো হতে শুরু করেছেন। বৃহস্পতিবার আরও বহু সংখ্যায় স্বজন সেখানে এসে পৌঁছবেন।
বুধবার বিধ্বস্ত বিমানটির দ্বিতীয় ব্ল্যাক বক্সের খাপটি পাওয়া গেলেও এর ভেতরে ফ্লাইটের কোনও তথ্য বা রেকর্ডিং পাওয়া যায়নি। ফলে, দ্বিতীয় ব্ল্যাক বক্সটি খুঁজে পেতে চলছে আরও জোর তল্লাশি। ফ্রান্সের এভিয়েশান এক্সিডেন্ট ইনভেস্টিগেশন এর পরিচালক রেমি জোটি বলছেন, যারা এখন কাজ করছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ফ্লাইটের ডাটা রেকর্ডারটি খুঁজে বের করা। পাশাপাশি বিধ্বস্ত বিমানের বড় অংশগুলো কোথায় ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে সেগুলোরও সন্ধান চলছে বলে জানালেন তিনি।
নিহতদের মধ্যে ১২টি দেশের নাগরিক থাকলেও বেশির ভাগ ছিলেন জার্মান ও স্প্যানিশ। এছাড়া ওই দুর্ঘটনায় তিন ব্রিটিশ নাগরিকও নিহত হয়েছেন।
মঙ্গলবার স্পেনের বার্সেলোনা থেকে রওয়ানা দিয়ে জার্মানির ডুসেলডর্ফ পৌঁছানোর পথে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণটি এখনো সঠিকভাবে জানা যায়নি।