সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলস্থ পত্রিকার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সভাপতি মুন্সি সামছুর রহমান খান বেনু, ভুলতা জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ বশিরউদ্দিন বাচ্চু, দৈনিক সংবাদের সাব-এডিটর আলম হোসেন, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, রূপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন মনু।
এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক রূপকণ্ঠের নির্বাহী সম্পাদক সাত্তার আলী সোহেল, আমাদের রূপগঞ্জ পত্রিকার নির্বাহী সম্পাদক আনিছুর রহমান ভুঁইয়া,ডেমরা থানা প্রেসক্লাবের সভাপতি এম.আই ফারুক সরদার, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সুজন, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া (নয়াদিগন্ত), রাসেল আহমেদ (কালের কণ্ঠ), জয়নাল আবেদীন জয় (আলোকিত বাংলাদেশ), জিয়াউর রাশেদ (সমকাল), জাহাঙ্গীর আলম হানিফ (বাংলাদেশ প্রতিদিন), রিয়াজ হোসেন (আজকালের খবর), সাইফুল ইসলাম (বাংলানিউজ ২৪ডট কম), রাসেল মাহমুদ (ভোরের ডাক), দিল মোহাম্মদ দিলু (বর্তমান), শাহাদাত হোসেন (নয়াদিগন্ত ডেমরা), শফিকুল ইসলাম মীর (রূপকণ্ঠ), জায়েদ হোসেন খন্দকার (নবরাজ-ডেমরা), আল আমিন ভুঁইয়া (ইনকিলাব-আড়াইহাজার), শহিদুল্লাহ গাজী (নবরাজ), সাংবাদিক সুলতান মহিউদ্দিন, মাহাবুব আলম, আরিফ আহমেদ, মেহেদী হাসান পারভেজ, পারভেজ বিন হাসান, সাকের আহমেদ, কবির হোসেন, এম.এইচ বিজয়,প্রমুখ।এর আগে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীম ও যুগান্তর পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি এ হাই মিলন আমাদের রূপগঞ্জ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে অফিস কার্যালয়ে আসেন। লায়ন মীর আব্দুল আলীমের এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। পরে তিনি টেলিফোনে ব্যক্তিগত অসুবিধার কথা জানান।
অনুষ্ঠান শেষে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় একটি র্যালী বের করা হয়। এর আগে সাপ্তাহিক রূপকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সাত্তার আলী হোসেন উপস্থিত হয়ে সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লাসহ রূপগঞ্জ পরিবারকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। আমাদের রূপগঞ্জ পত্রিকার ২য় বর্ষ পূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ২০ পাউন্ড ওজনের একটি কেক কাটেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।
সভায় প্রধান অতিথি সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে প্রশাসনের পাশাপাশি মাদক, সন্ত্রাস নিমূর্ল ও সমাজকে কলূষিত মুক্ত করতেও সাংবাদিকের ভূমিকা অপরিসীম। এ সময় রূপগঞ্জের সকল জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান