চট্টগ্রাম: মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘শহীদ জিয়ার ঘোষিত স্বাধীনতা ও রক্ত অর্জিত গণতন্ত্র স্বৈরাচারিনী শেখ হাসিনার হিংস্র থাবায় ক্ষতবিক্ষত। শোষণমুক্ত সমাজ, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্টার যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল আজ তা অধরাই রয়ে গেছে।’
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নগরীর ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত আরো বলেন, ‘নিয়ম রক্ষার নির্বাচনের কথা বলে গত ৫ই জানুয়ারি ভোটারবিহীন এক দলীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশের জনগণের গণতান্ত্রিক, সাংবিধানিক ও ভোটাধিকার হরণ করে চলেছে আওয়ামী লীগ। ৭৫’এর ন্যায় দেশে এক দলীয় বাকশাল শাসন কায়েমের হীনমানসিকতায় দেশের সংবাদপত্রের স্বাধীনতা ও গণ মাধ্যমের উপর নগ্ন হস্তক্ষেপ করে চলেছে।’
তিনি বলেন, ‘দেশকে বিরোধী দল শূন্য এবং এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত শাসক গোষ্ঠী আওয়ামী লীগ। বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে হত্যা, গুম ও গণ-গ্রেফতার চালাচ্ছে।’
অনতিবিলম্বে দেশের বর্তমান সংকট উত্তরণে সংলাপের মাধ্যমে সকল দলের অংশগ্রহণে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান ডা. শাহাদাত।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘একাত্তরে জাতি যখন দিশেহারা জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বিভ্রান্ত জাতিকে পাক হানাদারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার প্রেরণা জোগিয়েছিলেন।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন- নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো: শাহেদ, সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম, অরুপ বড়ুয়া, রাকিব বাবু, নগর ছাত্রদলের সভাপতি গাজী মো: সিরাজ উল্লাহ, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক জাফর আহমদ, নগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা মঞ্জুর আলম মঞ্জু, খায়রুজ্জামান ঝুনু, মো: সেলিম, নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, ড্যাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ সিরাজ মামুন, নগর যুবদল নেতা এমদাদুল হক বাদশা, আবদুল কাদের জসিম, জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আলী, বাকলিয়া থানা বিএনপি মহিলা দলের সভানেত্রী রিজিয়া বেগম মুন্নি।
এসময় নগর নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ওয়ার্ড, থানা ও কলেজ নেতৃবৃন্দ, শহীদ জিয়া স্মৃতি সংসদ, বাকলিয়া থানা যুবদল-ছাত্রদল এবং মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে ডা: শাহাদাত বিপ্লব উদ্যানের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।