২৬ মার্চ (রেডিও তেহরান): ইরানের জাতীয় সংসদের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান আলাউদ্দিন বরুজেরদি ইয়েমেনে সৌদি হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে বলেছেন, ইয়েমেনে রিয়াদের আঙুল পুড়ে যাবে।
ইয়েমেনে আগ্রাসনের ফলে সৌদি রাজতন্ত্রের ক্ষতি হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি আজ এই মন্তব্য করেছেন।
বরুজেরদি আরো বলেছেন, বর্তমানে মুসলিম বিশ্ব যখন জটিল সংকটের মধ্যে রয়েছে তখন ইয়েমেনের বিরুদ্ধে সৌদি যুদ্ধ এ অঞ্চলে মারাত্মক পরিণতি বয়ে আনবে।
তিনি মার্কিন সরকারেরও কঠোর সমালোচনা করে বলেছেন, ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে সংকট সৃষ্টির পর আমেরিকা মুসলিম বিশ্বে আরেকটি সংকট সৃষ্টির চেষ্টা করছে।
এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইয়েমেনে সৌদি রাজকীয় বাহিনী ও তার পারস্য উপসাগরীয় মিত্র বাহিনীগুলোর হামলাকে 'মার্কিন-মদদপুষ্ট আগ্রাসন ' এবং 'বিপজ্জনক পদক্ষেপ' বলে কঠোর নিন্দা জানিয়েছে।
ইয়েমেনে চলমান সৌদি বিমান হামলায় নারী এবং শিশুসহ অন্তত ২০ জন নিরীহ ও ৩৩ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। গত (বৃহস্পতিবার) রাত থেকে শুরু হওয়া সৌদি সরকারের এ হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি রাজতান্ত্রিক সরকারের সশস্ত্র বাহিনীও অংশ নিচ্ছে বলে রিয়াদ দাবি করেছে। এরি মধ্যে ইয়েমেনের রাজধানী সানার পর উত্তরাঞ্চলীয় সা'দা শহরও এইসব রাজকীয় বাহিনীর হামলার শিকার হয়েছে বলে খবর এসেছে।
ইয়েমেনের জনপ্রিয় বিপ্লবী আন্দোলন আনসারুল্লাহর অনুগত হুথি যোদ্ধারা যখন বন্দর নগরী এডেনের কাছাকাছি পৌঁছেছে এবং সাবেক প্রেসিডেন্ট হাদির বাসভবন দখলের চেষ্টা করছে তখনই ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন ও মার্কিন মদদপুষ্ট হামলা শুরু হল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান