ফারুক আহমেদ সুজন : প্লাস্টিকের পণ্যের আগ্রাসনে সোনালী আঁশের সেই রমরমা দিন বিদায় নিয়েছে অনেক আগেই। তারপরও নানা প্রতিকূলতার মাঝে চলতি ২০১৪-২০১৫ অর্থবছরের প্রথম ৭ মাসে পাট ও পাটজাত দ্রব্য থেকে রপ্তানি আয়ের পরিমাণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। দেশে এবং দেশের বাইরের রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন করে বিপাকে এ খাত। একদিকে টানা অবরোধ ও হরতালের কারণে উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে বহির্বিশ্বে গৃহযুদ্ধের কারণে সংকুচিত হচ্ছে রপ্তানি বাজার।
এ উভয় সংকট চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে সংশ্লিষ্টদের কপালে। তাদের আশঙ্কা, বাজার ধরে রাখতে না পারলে এক সময়ের প্রধান রপ্তানি পণ্যটি বিলুপ্তির মুখে পড়তে পারে।
গত ২০১৩-২০১৪ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে পাট ও পাটজাত দ্রব্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৪ শতাংশ।
এ আশার আলোতে মেঘের মতো অযাচিত প্রতিবন্ধকতার ছায়া হয়ে দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা। একদিকে আড়াই মাসের বেশি সময় ধরে টানা অবরোধ ও হরতালের কারণে দেশে পাটের উৎপাদন ও সরবরাহ যেমন বিঘিœত হচ্ছে। এতে খরচ বাড়ছে। আবার অন্যদিকে মধ্যপ্রাচ্যসহ ক্রেতা দেশসমূহে গৃহযুদ্ধের কারণে বাজার হারাতে বসেছেন দেশি রপ্তানিকারকরা।
এ সম্পর্কে বিজেএমএ সেক্রেটারি এ. বারেক খান বলেন, পাটে সমস্যা তো লেগেই আছে। দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতার কারণে এ খাত নতুন করে সমস্যার মুখে পড়েছে।
বারেক বলেন, দেশে হরতাল-অবরোধকে ঘিরে পরিবহন ব্যয় ৩ থেকে ৪ গুণ বৃদ্ধি বেড়ে গেছে। এতে উৎপাদন খরচ বাড়লেও পাটের বিক্রয়মূল্য বৃদ্ধি না পাওয়ায় লোকসান গুণছেন রপ্তানিকারকরা। সিরিয়া, ইরাকসহ ক্রেতা দেশসমূহে গৃহযুদ্ধের কারণে পাটের রপ্তানি বাজারও ক্রমাগতভাবে সংকুচিত হচ্ছে।
তিনি বলেন, দেশের অস্থিরতার মধ্যে ব্যবসা ধরে রাখতে গেলে বিক্রয়মূল্য বাড়াতে হবে। এতে ক্রেতারা বিকল্প খুঁজে নিতে পারেন, যার ফলে আমাদের বাজার হারাতে হতে পারে। কিন্তু দেশে শান্তি আসলে, খরচ কমে আসবে। এতে এ দুঃসময়ে পাট অন্তত টিকে থাকার সুযোগ পাবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান