কুমিল্লা : কুমিল্লার আশাবাড়ি সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ৪ সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে এএসআই মো. সবুজ ও কনস্টেবল সেলিম নামের দুই সদস্য গুরুতর আহত অবস্থায় ফেরত এসেছে। তাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার রাত ১২টার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত দেয়া হয়।
কুমিল্লা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ডিবির চার সদস্যের মধ্যে দুইজন আহত অবস্থায় এবং অপর দুইজন সুস্থ অবস্থায় ফেরত এসেছে।
এর আগে বুধবার সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত থেকে বিএসএফ ৪ ডিবি পুলিশকে ধরে নিয়ে যায়।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, ডিবির এএসআই মো. আলমগীর, মো. সবুজ, কনস্টেবল সেলিম ও তাপসকে ধরে নিয়ে যায় বিএসএফ।
তারা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে গিয়েছিলেন। ঘটনার পরপর বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়।
আখাউড়া থানার ওসি মো. মফিজ উদ্দিন জানান, ফেরত দেওয়া দুই পুলিশের মাথায় আঘাত রয়েছে।