লন্ডন : দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন আয়োজনে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সে দেশের পার্লামেন্ট। সোমবার যুক্তরাজ্য পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিটিতে বিএনপির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ আরো অনেক গুমের ঘটনা রয়েছে।
বাংলাদেশে মুক্ত ও অবাধ গণতান্ত্রিক পরিসরের অভাব রয়েছে উল্লেখ করে বিবৃতিটির মাধ্যমে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন আয়োজন, বিচার-বহির্ভূত হত্যাকান্ড বন্ধ এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পার্লামেন্ট।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান