গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত ৭জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন নিয়ে আসা এই দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, গাইবান্ধার সংসদ সদস্য ইউনুস আলী সরকার তার নির্বাচনী এলাকায় (গাইবান্ধা-৩) থাকলেও তার পক্ষে মতিয়ার রহমান ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ফারুকুল ইসলাম ফারুক নেতাকর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি দিতে যান। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লবের সমর্থকরা আগে তাদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেয়ার দাবি তুললে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি।
এসময় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছোটাছুটি করেন বলেও জানন তিনি।
সংঘর্ষে আহতরা হলেন- জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক এস টি এম রুহুল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল জলিল আজমী, সদস্য খন্দকার জিল্লুর রহমান, রঞ্জু মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান মহন্ত (৫৫) ও যুবলীগ কর্মী ফুয়াদ আমিন (৩৫)।
আহত জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান বলেন, এমপি মহোদয় বুধবার ৪-৫টি অনুষ্ঠানে যোগ দেয়ার কারণে অসুস্থ হওয়ায় শ্রদ্ধা জানাতে যাননি। তার পক্ষে আমরা গিয়েছিলাম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান