পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ৬৫টি দোকান ভস্মীভূত

, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলার সিংগাইর-হেমায়েতপুর সড়কের জয়মণ্ডপ বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মালামালসহ প্রায় ৬৫টি দোকান ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছেন যে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।

এদিকে, সিংগাইর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এলাকাবাসী জয়মণ্ডপ বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। এ সময় জয়মণ্ডপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন মোবাইল ফোনে স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের সঙ্গে কথা বলে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের আশ্বাস দিলে এক ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন।

জয়মণ্ডপ বাসস্ট্যান্ডের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন জানান, বাসস্ট্যান্ডের দক্ষিণ সারির ইলিয়াস হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা বালু, মাটি ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় দু’ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক শাহাদত হোসেন জানান, মানিকগঞ্জ ও সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ওই আগুন সূত্রপাত।

এঘটনায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়-ক্ষতি ও উদ্ধারকৃত সম্পদের তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ৬৫টি দোকান ভস্মীভূত

আপডেট টাইম : ০৩:৫০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০১৫

, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলার সিংগাইর-হেমায়েতপুর সড়কের জয়মণ্ডপ বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মালামালসহ প্রায় ৬৫টি দোকান ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছেন যে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।

এদিকে, সিংগাইর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এলাকাবাসী জয়মণ্ডপ বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। এ সময় জয়মণ্ডপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন মোবাইল ফোনে স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের সঙ্গে কথা বলে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের আশ্বাস দিলে এক ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন।

জয়মণ্ডপ বাসস্ট্যান্ডের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন জানান, বাসস্ট্যান্ডের দক্ষিণ সারির ইলিয়াস হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা বালু, মাটি ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় দু’ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক শাহাদত হোসেন জানান, মানিকগঞ্জ ও সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ওই আগুন সূত্রপাত।

এঘটনায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়-ক্ষতি ও উদ্ধারকৃত সম্পদের তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।