রিয়াদ: ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক ভারি অস্ত্রশস্ত্র ও সৈন্য সমাবেশ করছে সৌদি আরব।
মার্কিন সরকারের একাধিক সূত্র বলছে, এই রণপ্রস্তুতি ইয়েমেনে সৌদি আরবের হামলা অথবা সেখান থেকে আসা সম্ভাব্য হামলা ঠেকানো- উভয় উদ্দেশ্যেই হতে পারে।
মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইয়েমেনের অ্যাডেনে অবস্থান করা দেশটির প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর হাদির ওপর হুতিদের হামলা প্রতিরোধ করতে সৌদি বিমান বাহিনী হামলার প্রস্তুতি নিচ্ছে।
গত সেপ্টেম্বরে হুতি বিদ্রোহীরা সৌদিসহ অন্যান্য আরব সুন্নী দেশ সমর্থিত প্রেসিডেন্ট হাদিকে হঠিয়ে দিতে দেশটির রাজধানী সানা দখল করে নেয়। তখন থেকে হাদি অ্যাডেন শহরে নিজের বাসভবনে অবরুদ্ধ ছিলেন।
সর্বশেষ বুধবার প্রেসিডেন্ট হাদি হামলার মুখে অ্যাডেন থেকে পালিয়ে অজ্ঞাত স্থানে আত্মগোপন করেন এবং তার প্রতিরক্ষামন্ত্রী বিদ্রোহীদের হাতে আটক হন। হাদি তার দেশে আল-কায়েদার একটি শাখার আস্তানায় মার্কিন ড্রোন হামলায় সমর্থন দিয়েছিলেন।
সীমান্তবর্তী দেশে ইরানের সমর্থনপুষ্ট হুতিদের অব্যাহত শক্তি প্রদর্শন মধ্যপ্রাচ্যের প্রধান অন্যতম শক্তি সৌদি আরবের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।