নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর রেল স্টেশনে বিভিন্ন ট্রেনের টিকেটের সাথে শ্রমিক লীগের স্বাধীনতা দিবসের লটারির টিকেট বিক্রি করা হচ্ছে। বাধ্যতামূলক ভাবে টিকেটের সাথে ১ থেকে ৩টি লটারির টিকেট যাত্রীদের হাতে ধরিয়ে দেয়ায় এ নিয়ে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সৈয়দপুর রেলস্টেশন থেকে তিঁতুমীর, বরেন্দ্র, নীলসাগর, রূপসা ও খুলনা এক্সপ্রেস ট্রেন ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন যাতায়াত করে।
জানা যায়, গত ১ সপ্তাহ ধরে এইসব ট্রেনের টিকেটের সাথে ১০ টাকা মূল্যের স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় শ্রমিক লীগ আয়োজিত লটারির লাকি কুপন ধরিয়ে দেয়া হচ্ছে বাধ্যতামূলকভাবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক লীগ স্বাধীনতা দিবস উপলক্ষে লটারির আয়োজন করে। লটারিতে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা সহ সর্বমোট ২৩১টি পুরস্কার ঘোষণা করা হয়। লটারির কুপনে লেখা রয়েছে এটি শুধু মাত্র শ্রমিক লীগের সদস্যদের জন্য। কিন্তু সেই লটারির টিকেট এখন বাধ্যতামূলক ভাবে ট্রেনের যাত্রীদের মাঝে বিক্রি করা হচ্ছে।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা যুবলীগ নেতা রাহাত সরকার জানান, তিনি কয়েক দিন আগে নীল সাগর ট্রেনের টিকেট কাটতে কাউন্টারে গেলে কাউন্টারে টিকেটের সাথে আরোও ১০ টাকা বেশি নেয়া হয় এবং একটি কুপন ধরিয়ে দেয়া হয়। ব্যস্ততার কারণে তিনি প্রতিবাদ করতে পারেনি।
একইভাবে সৈয়দপুর কাশিরাম ইউনিয়নের ইউনিয়ন যুবলীগের সভাপতি সাঈদ জানান, নীল সাগর ট্রেনের টিকেট কাটতে গেলে তাকে ৩ টি লটারির কুপন ধরিয়ে দেয় হয়েছে।
এদিকে বোতলাগাড়ি ফোরকানীয়া মাদরাসার প্রিন্সিপাল জানান, টিকেটের সাথে তাকে ৩ টি কুপন ধরিয়ে দেয়া হয়েছে। এভাবে প্রতিটি যাত্রীর হাতে লটারির কুপন ধরিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে সৈয়দপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আলমগীর হোসেন কাউন্টারে টিকেটের সঙ্গে লটারির কুপন দেওয়া হচ্ছে স্বীকার করে জানান, কাউকে জোর করে কুপন দেওয়া হচ্ছে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান