চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র এম মনজুর আলমকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে 'চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন' নামের একটি সংগঠন।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে ‘উন্নয়ন আন্দোলন’-এর আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ মেয়র প্রার্থী হিসেবে মনজুরের নাম ঘোষণা করেন।
গতবারও এই ব্যানারে নির্বাচন করেছিলেন মনজুর আলম। বিএনপি তাকে সমর্থন দিয়েছিল। নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়।
সংবাদ সম্মেলনে মনজুরকে প্রার্থী ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএনপি-জামায়াতপন্থী পেশাজীবী নেতা প্রকৌশলী কাজী সুফিয়ান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুদ্দিন আহম্মেদ মির্জা, ড. মো. সালেহ জহুর, প্রকৌশলী নছরুল কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট এমইউ নুরুল ইসলাম প্রমুখ।
চট্টগ্রাম মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
বিএনপির একটি সূত্র জানায়, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিএনপি মনজুরকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়নি। তবে এবারও তার প্রতি দলের সমর্থন থাকছে। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে গেলে তাকেই দল সমর্থন দেবে বলে জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান