ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে দেড় মাস বয়সী এক মেয়ে শিশুকে রেখে পালিয়েছে অজ্ঞাত পরিচয় (২০) এক নারী ।
বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
ঘটনা প্রসঙ্গে ঢামেক হাসপাতালের শিশু ওয়ার্ডের ভর্তি অন্যান্য রোগীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ২০ কী ২২ বছরের এক নারী ওই শিশুটিকে তাদের একজনের কোলে দিয়ে বাথরুমে যাওয়ার কথা বলে আর ফিরে আসেননি। অনেক সময় পার হয়ে গেলে বিষয়টি তাদের সন্দেহ হয়। এরপর তারা আশেপাশের আনসার সদস্যদের বিষয়টি অবহিত করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আবদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি সুস্থ আছে, ভালো আছে। তাকে বর্তমানে ওই ওয়ার্ডেই (শিশু ওয়ার্ড) রাখা হয়েছে। আমরা খোঁজ করছি ঢামেকের অন্য কোনো ওয়ার্ড থেকে শিশু হারিয়েছে কিনা। সেই সঙ্গে তার অভিভাবকদেরও খোঁজ খবর নেয়া হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান