বাংলার খবর২৪.কম: বাংলাদেশ ব্যাংকের দুই জিএমকে বদলি করা হয়েছে। এরমধ্যে ব্যাংক পরিদর্শন-৪ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মোস্তফা কামালকে শাস্তিমূলকভাবে মানব সম্পদ বিভাগ-১ এ বদলি করা হয়েছে। তাকে বদলি করা হলেও কোনো দায়িত্ব দেওয়া হয়নি।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগের এক বৈঠক হয়। বৈঠকে ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান উপস্থিত ছিলেন। এ সময় জিএম গোলাম মোস্তফার বিরুদ্ধে অনিয়ম এবং বাণিজ্যিক ব্যাংক সমূহ থেকে অবৈধভাবে বিভিন্ন প্রকার আর্থিক ও অন্যান্য সুবিধা নেওয়ার অভিযোগ উঠে।
গোলাম মোস্তফার বিরুদ্ধে আনিত অনিয়মের বিষয়ে আরো খোঁজ খবর নেওয়া হবে বলে বৈঠক সূত্র জানায়। অভিযোগের নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হবে না বলে জানায় কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ এ সূত্র।
অপরদিকে ইনস্টিটিউট অব ব্যাংকার্স এ প্রেষণে থাকা মহাব্যবস্থাপক (জিএম) গোলাম হায়দারকে ব্যাংক পরিদর্শন-৪ বিভাগের মহাব্যবস্থাপক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ বিভাগে-১ এর পরিকল্পনা, পদোন্নতি ও বদলি শাখা বুধবার বদলির এ আদেশ দেয়।
একইসঙ্গে নতুন কর্মস্থলে যোগদান করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান