ঝিনাইদহ: জেলা আওয়ামী লীগের সম্মেলনে চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টা থেকে জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় নেতারা না আসায় কর্মীরা মঞ্চের সামনে অপেক্ষা করতে থাকে। সকাল সাড়ে ১১টার দিকে চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রায় ৩ শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়। তবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, ছোটখাট সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দুপুর ১২টার দিকে সম্মেলন শুরু হয়।
সম্মেলনে উপস্থিত আছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।