যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের এক বাড়ির ডিপফ্রিজ থেকে মঙ্গলবার দুটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে ভাইবোন। এ ঘটনায় তাদের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মৃত্যুর কারণ খুঁজে বের করতে লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
মঙ্গলবার মিসিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের তিন কামরার ওই বাড়িটিতে বসবাসকারী পরিবারটিকে উচ্ছেদ করার জন্য অভিযান চালায় পুলিশ। বাড়িতে তল্লাশি চালানোর সময় ফ্রিজ থেকে লাশ দুটি খুঁজে পায় পুলিশ। প্রথমে তারা ধারণা করেছিল এটি একটি নারীর মৃতদেহ। পরে জানা যায়, আসলে এটি দুটি শিশুর লাশ। লাশ দুটো বাড়ির ডিপফ্রিজের মধ্যে একটি প্লাস্টিক ব্যাগে জড়িয়ে রাখা ছিল। ডেট্রয়েট পুলিশ এ ঘটনাকে ‘ভয়াবহ’ উল্লেখ করে জানিয়েছে, মৃত ছেলেটির বয়স ১১ এবং মেয়েটির বয়স ১৪।
পুলিশি অভিযানের সময় শিশুদের মা বাড়িতে ছিলেন না। পরে পাশের এক অ্যাপার্টমেন্ট থেকে তাকে আটক করে পুলিশ। তবে তার নাম ধাম জানা যায়নি।
একই দিনে অন্য এক প্রতিবেশীর বাড়ি থেকে ওই নারীর ১১ ও ১৭ বছর বয়সী আরো দুটি বাচ্চাকে উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে নিরাপত্তা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
টরি চাইল্ডস নামের এক প্রতিবেশী পুলিশকে জানিয়েছেন, নিহত ওই শিশুরা তার বাচ্চাদের সঙ্গে খেলত। তবে প্রায় এক বছর ধরে তিনি তাদের দেখেননি।
তবে পুলিশের হাতে আটক ৩৬ বছরে ওই মাকে ‘চমৎকার মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন অন্য এক প্রতিবেশী নারী। ওই প্রতিবেশী আরো জানিয়েছেন, ওই নারী বেশ কিছু জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তার ভয় ছিল তার শিশুদের বিপদ হতে পারে। এ কারণে তিনি তাদের স্কুল ছাড়িয়ে আনেন এবং বাড়িতে রেখেই পড়াচ্ছিলেন। তবে নিহত শিশুদের বাবা সম্পর্কে কিছু জানা যায়নি।
গত দশ বছর ধরে চার ছেলেমেয়েকে নিয়ে ডেট্রয়টের ওই কম দামী বাড়িটিতেই বাস করছিলেন ওই মা। তবে বেকার থাকার কারণে তিনি অর্থ সঙ্কটে ভুগছিলেন। ধার দেনা করে কোনোরকমে সংসার চালাচ্ছিলেন। কিন্তু বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায় গত মাসে তার বিরুদ্ধে মামলা ঠুকে দেন বাড়িওয়ালা। এরই প্রেক্ষিতে পরিবারটিকে উচ্ছেদ করার জন্য মঙ্গলবার বাড়িটিতে পুলিশ পাঠিয়েছিল আদালত। ওই নারীর বিরুদ্ধে সবমিলিয়ে ২২শ মার্কিন ডলারের ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে।