সিডনিতে স্পিন ট্র্যাক নিয়ে যখন বগল বাজাচ্ছিল ভারতীয়রা, তখন নতুন একটি দুঃশ্চিন্তা এসে গ্রাস করছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মনে। সেটা বৃষ্টি। সোম এবং মঙ্গলবার সারাদিনই মেঘে ঢাকা ছিল সিডনির আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে।
যে কারণে সিডনির উইকেট রোদ দেখছে না দুই দিন। পুরোপুরি কাভারে ঢাকা। এই উইকেট যে, ভারতীয়দের জন্য উল্টো বুমেরাং হয়ে দেখা দিতে পারে! বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস নেই, কিন্তু আকাশ পরিষ্কার হয়ে রোদ না উঠলে ভারতের জন্যই বিপদ। দু’দিন কভারে ঢাকা উইকেট ভারতীয়দের জন্য একেবারেই কাম্য নয়।
চাহিদা বলতে শুকনো খটখটে উইকেট , যেখানে অশ্বিন আর জাদেজার ২০ ওভার দিয়েই ম্যাচ জিততে চাইছে ভারত। কারণ মিডল ওভারে যখন রানের গতি আটকাতে হবে, তখন সেটা করতে হবে স্পিনারদেরই।
অজিদের হাতে ম্যাক্সওয়েল ছাড়া কোনও স্পিনার নেই। তারা পেসেই ভরসা রাখছে। স্পিন ফ্যাক্টর এবং অশ্বিন-জাদেজা যুগলবন্দির কথা আরও বেশি করে উঠছে কোয়ার্টার ফাইনালে শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরে। যেখানে ইমরান তাহির চারটে আর দুমিনির হ্যাটট্রিক-সহ স্পিনাররা নিয়েছিলেন ৭ উইকেট।
অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ ছিল প্রায় দেড় ঘন্টা। যে কারণে ম্যাচ কমিয়ে আনা হয় ৭ ওভার। খেলা হয় ৪৩ ওভারে। অকল্যান্ডের মতও তাই সিডনিতে বৃষ্টি শঙ্কা রয়েছে। যদিও বৃষ্টির কারণে লাভবান হবে ভারতই। কারণ, বৃহস্পতিবার খেলা না হলে রিজার্ভ ডে রয়েছে শুক্রবার। সেদিনও যদি কোনভাবে মাঠে বল গড়ানো না যায়, তবে সবচেয়ে বেশি জয়ের কারণে, ভারতই চলে যাবে ফাইনালে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান