পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ১৬ বছর সংসার করেও প্রেমের টানে ঘর ছুট স্ত্রী! Logo দুধের শিশুকে বিক্রি করলেন বাবা, বিচার চেয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে নিরুপায় মা Logo বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo পাটগ্রামে কীটনাশক খেয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা Logo রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ Logo সাংবাদিককে মুঠোফোনে জেলা যুবদল নেতার হুমকি! Logo পাটগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo ঈদের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিসচল Logo আব্দুল্লাহপুর ফ্লাইওভার এ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র মোবাইল কোর্ট এর অভিযান Logo বিআরটিএর সারাদেশে অভিযানে ৪৫১ মামলা, সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সিডনিতেও বৃষ্টি শঙ্কা

সিডনিতে স্পিন ট্র্যাক নিয়ে যখন বগল বাজাচ্ছিল ভারতীয়রা, তখন নতুন একটি দুঃশ্চিন্তা এসে গ্রাস করছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মনে। সেটা বৃষ্টি। সোম এবং মঙ্গলবার সারাদিনই মেঘে ঢাকা ছিল সিডনির আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে।

যে কারণে সিডনির উইকেট রোদ দেখছে না দুই দিন। পুরোপুরি কাভারে ঢাকা। এই উইকেট যে, ভারতীয়দের জন্য উল্টো বুমেরাং হয়ে দেখা দিতে পারে! বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস নেই, কিন্তু আকাশ পরিষ্কার হয়ে রোদ না উঠলে ভারতের জন্যই বিপদ। দু’দিন কভারে ঢাকা উইকেট ভারতীয়দের জন্য একেবারেই কাম্য নয়।

চাহিদা বলতে শুকনো খটখটে উইকেট , যেখানে অশ্বিন আর জাদেজার ২০ ওভার দিয়েই ম্যাচ জিততে চাইছে ভারত। কারণ মিডল ওভারে যখন রানের গতি আটকাতে হবে, তখন সেটা করতে হবে স্পিনারদেরই।

অজিদের হাতে ম্যাক্সওয়েল ছাড়া কোনও স্পিনার নেই। তারা পেসেই ভরসা রাখছে। স্পিন ফ্যাক্টর এবং অশ্বিন-জাদেজা যুগলবন্দির কথা আরও বেশি করে উঠছে কোয়ার্টার ফাইনালে শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরে। যেখানে ইমরান তাহির চারটে আর দুমিনির হ্যাটট্রিক-সহ স্পিনাররা নিয়েছিলেন ৭ উইকেট।

অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ ছিল প্রায় দেড় ঘন্টা। যে কারণে ম্যাচ কমিয়ে আনা হয় ৭ ওভার। খেলা হয় ৪৩ ওভারে। অকল্যান্ডের মতও তাই সিডনিতে বৃষ্টি শঙ্কা রয়েছে। যদিও বৃষ্টির কারণে লাভবান হবে ভারতই। কারণ, বৃহস্পতিবার খেলা না হলে রিজার্ভ ডে রয়েছে শুক্রবার। সেদিনও যদি কোনভাবে মাঠে বল গড়ানো না যায়, তবে সবচেয়ে বেশি জয়ের কারণে, ভারতই চলে যাবে ফাইনালে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ১৬ বছর সংসার করেও প্রেমের টানে ঘর ছুট স্ত্রী!

সিডনিতেও বৃষ্টি শঙ্কা

আপডেট টাইম : ০৬:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০১৫

সিডনিতে স্পিন ট্র্যাক নিয়ে যখন বগল বাজাচ্ছিল ভারতীয়রা, তখন নতুন একটি দুঃশ্চিন্তা এসে গ্রাস করছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মনে। সেটা বৃষ্টি। সোম এবং মঙ্গলবার সারাদিনই মেঘে ঢাকা ছিল সিডনির আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে।

যে কারণে সিডনির উইকেট রোদ দেখছে না দুই দিন। পুরোপুরি কাভারে ঢাকা। এই উইকেট যে, ভারতীয়দের জন্য উল্টো বুমেরাং হয়ে দেখা দিতে পারে! বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস নেই, কিন্তু আকাশ পরিষ্কার হয়ে রোদ না উঠলে ভারতের জন্যই বিপদ। দু’দিন কভারে ঢাকা উইকেট ভারতীয়দের জন্য একেবারেই কাম্য নয়।

চাহিদা বলতে শুকনো খটখটে উইকেট , যেখানে অশ্বিন আর জাদেজার ২০ ওভার দিয়েই ম্যাচ জিততে চাইছে ভারত। কারণ মিডল ওভারে যখন রানের গতি আটকাতে হবে, তখন সেটা করতে হবে স্পিনারদেরই।

অজিদের হাতে ম্যাক্সওয়েল ছাড়া কোনও স্পিনার নেই। তারা পেসেই ভরসা রাখছে। স্পিন ফ্যাক্টর এবং অশ্বিন-জাদেজা যুগলবন্দির কথা আরও বেশি করে উঠছে কোয়ার্টার ফাইনালে শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরে। যেখানে ইমরান তাহির চারটে আর দুমিনির হ্যাটট্রিক-সহ স্পিনাররা নিয়েছিলেন ৭ উইকেট।

অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ ছিল প্রায় দেড় ঘন্টা। যে কারণে ম্যাচ কমিয়ে আনা হয় ৭ ওভার। খেলা হয় ৪৩ ওভারে। অকল্যান্ডের মতও তাই সিডনিতে বৃষ্টি শঙ্কা রয়েছে। যদিও বৃষ্টির কারণে লাভবান হবে ভারতই। কারণ, বৃহস্পতিবার খেলা না হলে রিজার্ভ ডে রয়েছে শুক্রবার। সেদিনও যদি কোনভাবে মাঠে বল গড়ানো না যায়, তবে সবচেয়ে বেশি জয়ের কারণে, ভারতই চলে যাবে ফাইনালে।