পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo নববর্ষের শুভেচ্ছা জানালেন আসাদুজ্জামান আসাদ আউলিয়ার হাট কাজী নিজামিয়া দাখিল মাদরাসায় সুপারিন্টেন্ডেন্ট Logo মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা Logo চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo সিসকো’র ‘বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ এওয়ার্ড জিতলো স্মার্ট Logo লালমনিরহাটে ১৬ বছর সংসার করেও প্রেমের টানে ঘর ছুট স্ত্রী! Logo দুধের শিশুকে বিক্রি করলেন বাবা, বিচার চেয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে নিরুপায় মা Logo বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo পাটগ্রামে কীটনাশক খেয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা Logo রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

জেনে নিন আপনার আজকের দিনটা কেমন যাবে (বুধবার ২৫ ফেব্রুয়ারী ২০১৫)

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): বাড়িতে অপ্রত্যাশিত কারো আগমনে দিনের সব পরিকল্পনা এলোমোলো হয়ে যেতে পারে। প্রজাপতির পালক মনকে করে দিতে পারে উতালা। বিনিয়োগে বিশেষ সুবিধা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। তবে অবশ্যই রাস্তা পারাপারে সচেতন হতে হবে।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): নিজের অবস্থানগত পরিবর্তন টের পাবেন দিনের প্রথম ভাগেই। পরিবর্তন হতে পারে আনন্দদায়ক বা দুঃখজনক। ছোটবেলায় যাকে নিয়ে ভাবতে ভালো লাগতো আজ তার ছায়া দেখবেন নিজ ঘরের দোরে। অর্থভাগ্য কলকলিয়ে উঠবে। বিদেশে ভ্রমণের ইতিবাচক সাড়া পাবেন। বেকারদের কারো জন্য দিনটি চরম আনন্দদায়ক।

মিথুন (মে ২১- জুন ২০): সামান্য কারণে কাছের কাউকে অনেক দূরে ঠেলে দিতে হতে পারে, আবার দূরের কেউ হতে পারে খুব আপন। প্রেমের ফুলটি বাসি হতে চলেছে, লজ্জা না করে এখনই হাতবদলের ব্যবস্থা করুন। কর্মক্ষেত্রে কৃতকর্মের উচ্ছ্বসিত প্রশংসা পাবেন। বাড়ির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার হস্তক্ষেপ থাকবে উল্লেখ করার মতো। দূরযাত্রা শুভ।

কর্কট (জুন ২১- জুলাই ২২): ‘সবচেয়ে ভালো যোগাযোগ সবচেয়ে ভালো কর্ম সফলতা দিতে পারে’ এই কথাটি খুব করে অনুভব করবেন আজকের দিনে। আজকের দিনে আর্তমানবতার সেবায় নিজেকে খুব বেশি দরদী মনে হতে পারে। দুঃস্থ সেবায় ব্যয় হতে পারে বেশ কিছু টাকা। প্রেমিক মন আজ সৃজনশীল কাজে উৎসাহ পাবে প্রিয়জনের কাছ থেকে। বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে গেলে বিকেলের কিছু কাজে ভুল হওয়ার আশঙ্কা থেকে যাবে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): ঘুম থেকে উঠেই বেশ সুখী সুখী মনে হবে। দিন গড়ানোর সঙ্গে ছোট্ট একটি কারণ ক্ষণিকের জন্য দুঃখিত করে দিতে পারে। তবে সে দুঃখ আপনার ভেতর এমন এক জিদ তৈরি করবে যা সফলতার দিকে ধাবিত করবে। ভালোবাসার মানুষটি আজ আপনার প্রতি বড্ড যত্নশীল হয়ে উঠবে। অর্থকড়িতে টানাটানি না থাকার সম্ভাবনায় বেশি।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): আপনি যদি ভেবে থাকেন, কোনো কাজে প্রতিজ্ঞাবদ্ধ, তাহলে তার ফল খুব বেশি ভালো নাও হতে পারে। চিন্তামুক্ত মনে কাজ করুন, ফল পাবেন আশার চেয়েও বেশি। ভালোবাসার মানুষকে তার প্রাপ্য সময়টা দিন। অর্থভাগ্য আজ ভোগাবে, ভালো খারাপের মধ্যে দুলতে থাকবে অনবরত। গ্রহের কল্যানে অশুভ আজ দূরে সরে যাবে। সাবধনতা রাখুন অর্থ লেনদেনে।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): হাতের কাজ ফুরাতে না চাইলে অধৈর্য হওয়াটা স্বাভাবিক, তাই বলে কাজে ফাঁকি দিলে কপালে জুটবে দূর্নাম। কর্মক্ষেত্রে সহকর্মীর আচরণে মন বিগলিত হতে পারে। গাইতে পারে টুনাটুনির কথাবিহীন সুর ছন্দ। আজ দুচোখে যা দেখবেন তারই নতুন মোহনীয় রূপ ধরা দেবে। রাস্তায় চলার সময় বখাটের আচরণও ভালো লেগে যাবে।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): পরনের কাপড়টা আজ বড্ড বেমানান লাগছে। পোশাকটি সময় উপযোগী না হওয়ায় শরীরে বয়ে অস্বস্তি দূর হবে কাজের সফলতায়। প্রেমে ঘটে যাবে অনাকাঙ্ক্ষিত দুর্যোগ। ধার দেয়া অর্থ আদায়ে বেগ পেতে হবে। দূরযাত্রায় সামান্য জটিলতা আনন্দকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। আশার বাণী শুনতে পারবেন শ্রদ্ধেয় কোনো ব্যক্তির কাছ থেকে। পরিবারের কারো সফলতা আনন্দের উদ্রেক ঘটাবে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): ইতিবাচক আবেগ আজ নতুন কিছু সৃষ্টি করবে। দিনের প্রথমভাগে বাড়তি কাজের চাপ এসে জুটবে আপনার কাঁধে। আপনার গ্রহ বন্ধুদের সঙ্গে যৌথবিনিয়োগে বিরত থাকতে বলছে। রাজনৈতিক কোনো চাপ অনৈতিকভাবে আপনাকে পাকড়াও করতে চাইতে পারে। সবাধানের ওপর বাড়তি সাবধান থাকতে হবে। প্রিয় মানুষটিকে যেকোনো অজুহাতে আজ উপহার দিতে হবে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): দিনের শুরু হবে গুণীজনদের বানী স্মরণের ভেতর দিয়ে। জানালার পর্দাটা হেচকা টানে উড়িয়ে নিয়ে যাবে কোনো একটা বাতাস। ওপার থেকে একটি হাসিমাখা মুখ দেখে মাথা ঘুরে পড়েও যেতে পারেন। না না কোনো জীন পরী নয়, যার তপস্যা ধ্যানে জ্ঞানে- এটা তারই হাসি। আনন্দমুখর দিনে অর্থভাবনা না থাকলেও ব্যবসায় ক্ষতির আশঙ্কা নেই। বন্ধুদের কারো সাহায্য পেয়ে জমি সংক্রন্তু ঝামেলা দূর হতে পারে।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): নতুন পরিকল্পনা আশানুরুপ ফল দিতে পারে। প্রতিবেশির কারো উপকার করতে গিয়ে ফেসে যাওয়ার আশঙ্কা আছে। আজ সমাজের মুরব্বীদের সঙ্গে কোনো বিচার কার্যে ভূমিকা রাখতে হতে পারে। কর্মক্ষেত্রে অযথায় সহকর্মীর সঙ্গে কাজের ব্যাপারে মতবিরোধ বাধতে পারে। বেকারদের কারো চাকরি প্রাপ্তির শুভ সংবাদ আসতে পারে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): অভ্যন্তরিন কোনো বিষয়ের পরিবর্তন আপনাকে খুব করে ভাবাবে। ভালোবাসার সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। লেগে থাকা কাজের সফলতা নাকের ডগায় ঝুলবে, হাতে পাওয়ার অপেক্ষা মাত্র। আপনার আচরণের বিশেষ প্রশংসা জুটে যাবে সামান্য পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে। পারিবারিক ঝামেলার সমাধান আজ আপনার হাত দিয়েই হওয়া সম্ভব।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

জেনে নিন আপনার আজকের দিনটা কেমন যাবে (বুধবার ২৫ ফেব্রুয়ারী ২০১৫)

আপডেট টাইম : ০৪:২৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০১৫

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): বাড়িতে অপ্রত্যাশিত কারো আগমনে দিনের সব পরিকল্পনা এলোমোলো হয়ে যেতে পারে। প্রজাপতির পালক মনকে করে দিতে পারে উতালা। বিনিয়োগে বিশেষ সুবিধা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। তবে অবশ্যই রাস্তা পারাপারে সচেতন হতে হবে।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): নিজের অবস্থানগত পরিবর্তন টের পাবেন দিনের প্রথম ভাগেই। পরিবর্তন হতে পারে আনন্দদায়ক বা দুঃখজনক। ছোটবেলায় যাকে নিয়ে ভাবতে ভালো লাগতো আজ তার ছায়া দেখবেন নিজ ঘরের দোরে। অর্থভাগ্য কলকলিয়ে উঠবে। বিদেশে ভ্রমণের ইতিবাচক সাড়া পাবেন। বেকারদের কারো জন্য দিনটি চরম আনন্দদায়ক।

মিথুন (মে ২১- জুন ২০): সামান্য কারণে কাছের কাউকে অনেক দূরে ঠেলে দিতে হতে পারে, আবার দূরের কেউ হতে পারে খুব আপন। প্রেমের ফুলটি বাসি হতে চলেছে, লজ্জা না করে এখনই হাতবদলের ব্যবস্থা করুন। কর্মক্ষেত্রে কৃতকর্মের উচ্ছ্বসিত প্রশংসা পাবেন। বাড়ির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার হস্তক্ষেপ থাকবে উল্লেখ করার মতো। দূরযাত্রা শুভ।

কর্কট (জুন ২১- জুলাই ২২): ‘সবচেয়ে ভালো যোগাযোগ সবচেয়ে ভালো কর্ম সফলতা দিতে পারে’ এই কথাটি খুব করে অনুভব করবেন আজকের দিনে। আজকের দিনে আর্তমানবতার সেবায় নিজেকে খুব বেশি দরদী মনে হতে পারে। দুঃস্থ সেবায় ব্যয় হতে পারে বেশ কিছু টাকা। প্রেমিক মন আজ সৃজনশীল কাজে উৎসাহ পাবে প্রিয়জনের কাছ থেকে। বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে গেলে বিকেলের কিছু কাজে ভুল হওয়ার আশঙ্কা থেকে যাবে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): ঘুম থেকে উঠেই বেশ সুখী সুখী মনে হবে। দিন গড়ানোর সঙ্গে ছোট্ট একটি কারণ ক্ষণিকের জন্য দুঃখিত করে দিতে পারে। তবে সে দুঃখ আপনার ভেতর এমন এক জিদ তৈরি করবে যা সফলতার দিকে ধাবিত করবে। ভালোবাসার মানুষটি আজ আপনার প্রতি বড্ড যত্নশীল হয়ে উঠবে। অর্থকড়িতে টানাটানি না থাকার সম্ভাবনায় বেশি।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): আপনি যদি ভেবে থাকেন, কোনো কাজে প্রতিজ্ঞাবদ্ধ, তাহলে তার ফল খুব বেশি ভালো নাও হতে পারে। চিন্তামুক্ত মনে কাজ করুন, ফল পাবেন আশার চেয়েও বেশি। ভালোবাসার মানুষকে তার প্রাপ্য সময়টা দিন। অর্থভাগ্য আজ ভোগাবে, ভালো খারাপের মধ্যে দুলতে থাকবে অনবরত। গ্রহের কল্যানে অশুভ আজ দূরে সরে যাবে। সাবধনতা রাখুন অর্থ লেনদেনে।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): হাতের কাজ ফুরাতে না চাইলে অধৈর্য হওয়াটা স্বাভাবিক, তাই বলে কাজে ফাঁকি দিলে কপালে জুটবে দূর্নাম। কর্মক্ষেত্রে সহকর্মীর আচরণে মন বিগলিত হতে পারে। গাইতে পারে টুনাটুনির কথাবিহীন সুর ছন্দ। আজ দুচোখে যা দেখবেন তারই নতুন মোহনীয় রূপ ধরা দেবে। রাস্তায় চলার সময় বখাটের আচরণও ভালো লেগে যাবে।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): পরনের কাপড়টা আজ বড্ড বেমানান লাগছে। পোশাকটি সময় উপযোগী না হওয়ায় শরীরে বয়ে অস্বস্তি দূর হবে কাজের সফলতায়। প্রেমে ঘটে যাবে অনাকাঙ্ক্ষিত দুর্যোগ। ধার দেয়া অর্থ আদায়ে বেগ পেতে হবে। দূরযাত্রায় সামান্য জটিলতা আনন্দকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। আশার বাণী শুনতে পারবেন শ্রদ্ধেয় কোনো ব্যক্তির কাছ থেকে। পরিবারের কারো সফলতা আনন্দের উদ্রেক ঘটাবে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): ইতিবাচক আবেগ আজ নতুন কিছু সৃষ্টি করবে। দিনের প্রথমভাগে বাড়তি কাজের চাপ এসে জুটবে আপনার কাঁধে। আপনার গ্রহ বন্ধুদের সঙ্গে যৌথবিনিয়োগে বিরত থাকতে বলছে। রাজনৈতিক কোনো চাপ অনৈতিকভাবে আপনাকে পাকড়াও করতে চাইতে পারে। সবাধানের ওপর বাড়তি সাবধান থাকতে হবে। প্রিয় মানুষটিকে যেকোনো অজুহাতে আজ উপহার দিতে হবে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): দিনের শুরু হবে গুণীজনদের বানী স্মরণের ভেতর দিয়ে। জানালার পর্দাটা হেচকা টানে উড়িয়ে নিয়ে যাবে কোনো একটা বাতাস। ওপার থেকে একটি হাসিমাখা মুখ দেখে মাথা ঘুরে পড়েও যেতে পারেন। না না কোনো জীন পরী নয়, যার তপস্যা ধ্যানে জ্ঞানে- এটা তারই হাসি। আনন্দমুখর দিনে অর্থভাবনা না থাকলেও ব্যবসায় ক্ষতির আশঙ্কা নেই। বন্ধুদের কারো সাহায্য পেয়ে জমি সংক্রন্তু ঝামেলা দূর হতে পারে।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): নতুন পরিকল্পনা আশানুরুপ ফল দিতে পারে। প্রতিবেশির কারো উপকার করতে গিয়ে ফেসে যাওয়ার আশঙ্কা আছে। আজ সমাজের মুরব্বীদের সঙ্গে কোনো বিচার কার্যে ভূমিকা রাখতে হতে পারে। কর্মক্ষেত্রে অযথায় সহকর্মীর সঙ্গে কাজের ব্যাপারে মতবিরোধ বাধতে পারে। বেকারদের কারো চাকরি প্রাপ্তির শুভ সংবাদ আসতে পারে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): অভ্যন্তরিন কোনো বিষয়ের পরিবর্তন আপনাকে খুব করে ভাবাবে। ভালোবাসার সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। লেগে থাকা কাজের সফলতা নাকের ডগায় ঝুলবে, হাতে পাওয়ার অপেক্ষা মাত্র। আপনার আচরণের বিশেষ প্রশংসা জুটে যাবে সামান্য পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে। পারিবারিক ঝামেলার সমাধান আজ আপনার হাত দিয়েই হওয়া সম্ভব।