ঢাকা : অবশেষে জঙ্গি সংগঠন আইএসের হাতে ১৯ দিন জিম্মি থাকার পর মুক্তি পেয়েছেন দুই বাংলাদেশি। মুক্তি পাওয়া দুই বাংলাদেশি হলেন, জামালপুরের হেলাল উদ্দিন ও নোয়াখালীর আনোয়ার হোসেন।
মঙ্গলবার লিবিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় মুক্তি পায় এই দুই জন। মঙ্গলবার রাত ১১ টার দিকে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এ খবর নিশ্চিত করা হয়।
গত ৬ মার্চ আইএস জঙ্গির হাতে অপহৃত হন ঐ দুই বাংলাদেশি। এ ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস দুই বাংলাদেশিকে উদ্ধারের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালায়। মঙ্গলবার ত্রিপালিতে স্থানীয় সময় সন্ধ্যায় ঐ দুই বাংলাদেশি সুস্থ অবস্থায় ফিরে আসেন। ফিরে আসার পর দেশে তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলেছেন।
উল্লেখ্য, গত ৬ মার্চ লিবিয়ার দক্ষিণাঞ্চলের সির্তে শহরের আল ঘানি তেলখনিতে বন্দুকধারী জঙ্গিরা হামলা চালায়। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার আগেই জঙ্গিরা ১১ জন নিরাপত্তাকর্মীকে হত্যা করে। পরে সেখান থেকে দুই বাংলাদেশিসহ নয়জন বিদেশিকে জিম্মি করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান