,ঢাকা: ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের নির্বাচনে মুখোমুখি অবস্থান নিয়েছেন দুই প্রার্থী সাঈদ খোকন ও হাজী মোহাম্মদ সেলিম। সাঈদ খোকনের প্রতি আওয়ামী লীগের সমর্থনের বিষয়ে ঘোষণা আসলেও হাজী সেলিমও দলীয় সমর্থন পাবেন বলে আশা করছেন। তারা দুইজন মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দলীয় সমর্থন না পেলেও তিনি নির্বাচনে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন। এদিকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরুর আগেই দুই প্রার্থী একে অপরের প্রতি অভিযোগের আঙ্গুল তুলছেন। সাঈদ খোকন ইতিমধ্যে নির্বাচনী অচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ এনে হাজী সেলিমের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন।
মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের পর এ বিষয়ে তিনি হাজী সেলিমের নাম উল্লেখ না করে বলেন, একজন প্রার্থী অস্ত্র ও পেশিশক্তি ব্যবহার করে ভোটারদের ভয় ভীতি দেখাচ্ছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে। এদিকে এ অভিযোগের জবাবে হাজী সেলিম বলেছেন, একজন সংসদ সদস্য হিসেবে তার সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ হচ্ছে। মানুষের সঙ্গে হাত মেলানো বা সালাম দেয়ার ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিতে কোন নিষেধাজ্ঞা নেই। এদিকে মঙ্গলবার জাতীয় সংসদে তিনি জানিয়েছেন, দু-একদিনের মধ্যে তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবেন। এদিকে গতকাল রাতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সাঈদ খোকন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাকে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা বলেছেন।
এদিকে ঢাকা উত্তরে আওয়ামী লীগের সমর্থন পাওয়া আনিসুল হকের পাশাপাশি দলের সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনিও নির্বাচন করার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ী। কবরী মাঠে থাকলে এ সিটি করপোরেশনেও আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হবে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাঈদ খোকন। এর এক ঘণ্টা পর মনোয়নয়নপত্র সংগ্রহ করতে আসেন ঢাকা-৭ আসনের এমপি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম।
সূত্রে জানা যায়, গতকাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গতকাল পর্যন্ত মেয়র পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৫ জন। সাধারণ কাউন্সিল পদে সংগ্রহ করেছেন ৭২৪ জন এবং সংরক্ষিত পদে সংগ্রহ করেছেন ১৪৩ জন।