ঢাকা: জনপ্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতির সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করলে আজই আদেশ জারি হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, গত সোমবার প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব- এই তিন স্তরের পদোন্নতির সার-সংক্ষেপ চূড়ান্ত করে।
গতকাল মঙ্গলবার বিকেলে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য জনপ্রশাসন সচিব নিজ হাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যান বলে জানা গেছে।