রাজশাহী : রাজশাহীর বাগমারায় মজনুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন।
পরিবারের ভাষ্য, স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি বিষপানে আত্মহত্যা করেন।
মজনুর রহমান একই উপজেলার মাড়িয়া ইউনিয়নের বড় মাড়িয়া এলাকার আবদুর রহিমের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড়বিহানালী ইউনিয়নের মুরারীপাড়ায় শ্বশুর বাড়ি থেকে মজনুর লাশ উদ্ধার করে পুলিশ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান বলেন, ময়নাতদন্তের জন্য সন্ধ্যার পরে লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের মা মোমেনা বিবি বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। তারা বিষটি খতিয়ে দেখছেন বলে জানান ওসি।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, মনোমালিন্য হওয়ায় কয়েক দিন আগে মজনুর রহমানের স্ত্রী বাবার বাড়িতে গিয়ে ওঠেন। স্ত্রীকে ফিরিয়ে আনতে গত রোববার শ্বশুর বাড়িতে যান তিনি। মঙ্গলবার আবারো স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। এ নিয়ে সবার অগোচরে বিকেল সাড়ে ৩টার দিকে মজনুর বিষপান করে আত্মহত্যা করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান