রংপুর : রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
মঙ্গলবার বিকেলে রংপুর-দিনাজপুর মহাসড়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের সামনে এ ঘটনা ঘটে।
রংপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুুটি জেলার আমিনুর রহমান জানান, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশেই রংপুর কেন্দ্রীয় কারাগারের মসজিদ অবস্থিত। বিকেলে দুস্কৃতকারীরা কারা মসজিদ সংলগ্ন দেয়ালে একটি ককটেল নিক্ষেপ করে। এসময় বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।