মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ থেকে অপহৃত প্রবাস ফেরত যুবক আওলাদ হোসেন শেখকে (৪০) উদ্ধারের দাবিতে সিরাজদীখান উপজেলায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছে গ্রামবাসী।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে ঢাকা-সিরাজদীখান সড়কে উপজেলার বাসাইল ইউনিয়নের সিঙ্গাইরটেক গ্রামে শত শত নারী-পুরুষ এ অবরোধ সৃষ্টি করে। অবরোধের মুখে ঢাক-সিরাজদীখান সড়কে টানা ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ বিক্ষোভ কর্মসূচিতে সিরাজদীখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ গ্রামবাসীর সঙ্গে সড়ক একাত্মতা প্রকাশ করেন।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, সিঙ্গাইরটেক গ্রামের প্রয়াত আপন শেখের ছেলে আওলাদ শেখ প্রায় ৫ মাস আগে কোরিয়া থেকে দেশে ফিরেন। এরপর জমি সংক্রান্ত ঘটনায় স্থানীয় ভূমিদস্যু স্বপন গংদের সাথে বিরোধ বেঁধে যায়। বিরোধের জের ধরে ভূমিদস্যু স্বপন ও তার সঙ্গীরা বিভিন্ন ভাবে হুমকি দিতো। এর ধারাবাহিকতায় গত রাতে ভূমিদস্যু সিন্ডিকেট আওলাদ হোসেনকে অপহরণ করে।
সিরাজদীখান থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, সিঙ্গাইরটেক গ্রামের প্রয়াত আপন শেখের ছেলে আওলাদ শেখ প্রায় ৫ মাস আগে কোরিয়া থেকে দেশে ফিরেন। এরপর জমি সংক্রান্ত ঘটনায় স্থানীয় ভূমিদস্যু স্বপন গংদের সাথে আওলাদের বিরোধ হয়।
তিনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ভূমিদস্যু স্বপনকে গ্রেফতার ও অপহৃত যুবককে উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, সোমবার রাতে অপহৃত যুবকের ভাগিনা মো. বিল্লাল হোসেন জীবন বাদি হয়ে সিরাজদীখান থানায় আওলাদ হোসেনের নিখোঁজ হওয়ার ঘটনায় জিডি দায়ের করেন।
উল্লেখ্য, সোমবার রাত ৮ টার দিকে সিরাজদীখান বাজার এলাকাস্থ উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস থেকে বের হন যুবক আওলাদ। পরে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়ার পরই নিখোঁজ হন প্রবাস ফেরত যুবক। তিনি আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান