পাবনা : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো ইতিহাস রচিত হতে পারে না। বঙ্গবন্ধুকে নিয়ে যারা তর্ক করেন তারা গর্দভ। বঙ্গবন্ধু সকল আলোচনার ঊর্ধ্বে।
মঙ্গলবার রাতে পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মাঠে ৬দিন ব্যাপী স্বাধীনতা উৎসবের ৫ম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিলো একটি ঐতিহাসিক ভাষণ। দেশ স্বাধীন করেই তিনি বাঙালীকে পরাধীনতা থেকে মুক্ত করেছেন। কোনো লোকের বাঁশির ফুঁতে দেশ স্বাধীন হয়নি। পাকিস্তানিরা সেই পরাজয়ের গ্লানি আজও ভুলতে পারেনি। তাদের দোসররা আজও চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
এসময় তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার কাজে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।
স্বাধীনতা উদযাপন পরিষদের আহবায়ক পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি প্রমুখ।