ঢাকা : মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বিষয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মাদীকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিজিৎ হত্যাকাণ্ডে বুয়েট শিক্ষকের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে।
অভিজিৎ হত্যার দিন বইমেলা এলাকায় একটি সভা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন নিহতের বাবা অধ্যাপক অজয় রায়। তার অভিযোগের পরই মান্নানকে জিজ্ঞাসাবাদ করা হলো।
প্রসঙ্গ, গত ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে দুর্বৃত্তদের হামলায় নিহত হন অভিজিৎ রায়। একই সময় আহত হন অভিজিতের স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান