ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার বাংলাদেশে পাচার হওয়ার পথে ১০টি দেশি পিস্তল আটক করেছে।
পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণায় বনগাঁ শহরে ওই পিস্তলগুলি ছাড়াও ২০টি গুলি ও প্রায় দু কিলোগ্রাম সাদা গুঁড়োসহ তারা এক ভারতীয় দম্পতিকে আটক করেছে।
বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এস পি তিওয়ারি জানান, ''ওই দম্পতিকে জেরা করে এটা জানা গেছে যে বিহারের জামালপুর থেকে ওই দেশি অস্ত্র তারা নিয়ে আসছিলেন আর সীমান্তের কাছে অন্য এক ব্যক্তির হাতে সেগুলি তুলে দেওয়ার কথা ছিল।''
''তার আগেই বনগাঁ বাস স্ট্যান্ড থেকে সকালে গ্রেপ্তার করা হয় ভারতীয় নাগরিক ওই দম্পতিকে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান