রাজশাহী : অপহরণ মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২২৮ নং কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহী মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে নগরীর মতিহার থানায় গোলাম কিবরিয়াসহ কয়েক জনের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে। বিষয়টি আমাদের জানালে ডিবি পুলিশের একটি দল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান চালিয়ে মামলার মূল আসামি গোলাম কিবরিয়াকে গ্রেফতার করে। কিবরিয়া ডিবি হেফাজতে রয়েছেন বলে তিনি জানান।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মঙ্গলবার দুপুরে অপহৃত শিক্ষার্থী জুন্নুন ওয়ালিদ বাবু বাদী হয়ে রাবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া (ভাষা, চতুর্থ বর্ষ), ছাত্রলীগ কর্মী তাওশিক তাজ (বাংলা, ১ম বর্ষ) এবং বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সনেটের নাম উল্লেখ করে মতিহার থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।
সোমবার রাতে দিনাজপুর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা জুন্নুন ওয়ালিদ বাবু নামের এক শিক্ষার্থীকে অপহরণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হলে ছাত্রলীগের সিনিয়র নেতারা অপহৃত বাবুকে উদ্ধার করে।
শিরোনাম :
অপহরণ মামলায় রাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৯:৫৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০১৪
- ১৭৬৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ