ঢাকা: নিজ দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
সোমবার বিকেলে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।
বিএনপি তিন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিবে কি না চারদিকে যখন এমন গুঞ্জন- তখন তিনি এই কথা বললেন।
গত ১৮ মার্চ ঢাকা দক্ষিণ, উত্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ২৮ এপ্রিল একযোগে তিন সিটিতে নির্বাচন হবে।
শুরুতে নির্বাচনের ব্যাপারে বিএনপিতে কথাবার্তা না থাকলেও আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেন দলটির নীতিনির্ধারকরা।
বিএনপিপন্থি পেশাজীবী নেতারাও নির্বাচনের বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানান।
গত শুক্রবার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ বলেন, “নির্বাচনের ব্যাপারে খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ইতিবাচক। সেক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার নিশ্চয়তা দিতে হবে।”
এরপর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে তার কার্যাালয়ে যান সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
তারাও সাংবাদিকদের জানান, “দলীয় ফোরামে নির্বাচনে গেলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।”
জানা গেছে, নির্বাচনের ব্যাপারে বিএনপি এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। চলছে নানান হিসাব-নিককশ। দুই একদিনের মধ্যে এ ব্যাপারে হয়তো স্পষ্ট কোনো বক্তব্য আসতে পারে।