রূপগঞ্জ করেসপন্ডেন্ট : রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকায় সোমবার বিকেলে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুতের দুই কর্মচারী মারধর ও লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
লাঞ্ছিতরা হলেন, পল্লী বিদ্যুত তারাব জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান মোঃ রফিকুল ইসলাম ও মিটার রিডার রিপন মিয়া। তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তারাব জোনাল অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান মিয়া জানান, উপজেলার দক্ষিণ মাসাবো এলাকার আরিফ হোসেন ও মামুন মিয়া নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে ব্যবসা করে আসছিল। খবর পেয়ে বিকেল সোয়া ৩টার দিকে লাইন টেকনিশিয়ান মোঃ রফিকুল ইসলাম ও মিটার রিডার রিপন মিয়া ওই এলাকায় যায়। এ সময় অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আরিফ ও মামুন তাদের লোকজন নিয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীেেক মারধর ও লাঞ্ছিত করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, এ ধরনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।