নীলফামারী : নীলফামারীতে এমপি’র দেয়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের ডিও লেটার পছন্দ না হওয়ায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের সামনেই তার শ্যালক ইউনুছ আলীকে পিটিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা এ ঘটনার জন্য এমপিকেও এক হাত দেখে নিয়েছেন। অবস্থা বেগতিক দেখে মান বাঁচাতে তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করেন ওই সংসদ সদস্য।
সোমবার বিকেলে জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের খানকায়ে কেরামতিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের পর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের খানকায়ে কেরামতিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষা প্রকল্প উন্নয়নের আওতায় ৬০ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে বহুতল ভবনের নির্মিত একতলা ভবন উদ্বোধন করতে যান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। সেখানে ভোগডাবুড়ি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে জনৈক মমিনুল হক লুলুকে ডিও লেটার প্রদানের বিষয়ে প্রশ্ন তোলেন। এ সময় সংসদ সদস্যের শ্যালক ইউনুছ আলী (৪০) আওয়ামী লীগ নেতাদের উপর চড়াও হয়ে গালমন্দ করতে থাকেন। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে এমপি’র সামনেই তার শ্যালককে মারধর করে। অবস্থা বেগতিক দেখে মান বাঁচাতে এমপি তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা সাংবাদিকদের জানান, গত দুই দফায় ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন মমিনুল হক লুলু। শিক্ষক নিয়োগ নিয়ে তার বিরুদ্ধে ৩০ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ রয়েছে। এবার ওই বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হবে। সেখানে আওয়ামী লীগের ৫ জন সভাপতি প্রার্থী থাকলেও এমপি দলীয় নেতাদের প্রাধান্য না দিয়ে শ্যালকের মাধ্যমে ওই ব্যক্তিকে সভাপতি নির্বাচনে ডিও লেটার প্রদান করেন। যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
এ বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করে এমপি আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
এ ব্যাপারে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার সাংবাদিকদের জানান, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এগুলো আমলে নেয়ার বিষয় নয়।