ঢাকা: প্রশাসনের বহুল আলোচিত তিন স্তরে পদোন্নতি নিয়ে সৃষ্ট জটিলতা অবশেষে নিরসন হতে চলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিক অনুমতি দিয়েছেন বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে জনপ্রশাসন সচিব ও মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এসময় তারা তিন স্তরে পদোন্নতির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা চেয়েছেন। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মৌখিক অনুমতি দিয়েছেন। ফলে আগামী বুধবার নাগাদ এ সংক্রান্ত আদেশ জারি হতে পারে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর জনপ্রশাসন সচিবের দফতরে সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও যুগ্ম সচিব এপিডি (এই দুইজন কর্মকর্তা) একান্ত বৈঠকে বসেছেন। আজ বিকেলে সাড়ে পাঁচটায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বৈঠক চলছিলো। তবে এ বৈঠক চলাকালে অন্যকোনো কর্মকর্তাকে সচিবের দফতরে ঢুকতে দেয়া হয়নি।
এর আগে, গত ১৬ মার্চ মন্ত্রিসভার বৈঠক শেষে পদোন্নতির সঙ্গে সংশ্লিষ্টরা সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে গিয়েছিলেন। কিন্তু এই পদোন্নতির আগেই ধারণাগত জ্যেষ্ঠতা আদায় করে নেয়ার জন্য চালানো জোরালো তদবিরের কারণে তখন তা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত ১২ মার্চ বৃহস্পতিবার সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) এক দীর্ঘ বৈঠক হয়। ওই বৈঠকেই তিন স্তরে পদোন্নতির তালিকা চূড়ান্ত করা হয়েছিলো।