ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে হাতবোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলের ভিডিওচিত্র ধারণ করায় বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের দুই সাংবাদিককে নাজেহাল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে এটিএন নিউজের রিপোর্টার ইব্রাহিম অ্যাসাইমেন্ট কাভার করতে ক্যাম্পাসে যান। কিন্তু অনুষ্ঠান আরও পরে শুরু হবে জানতে পেরে ক্যামেরা পারসনসহ টিএসসির মোড়ে বসেছিলেন। এসময় হঠাৎ একটি গাড়ির পেছনে হাতবোমা বিস্ফোরিত হয়।
এরপর বিস্ফোরণের ভিডিওচিত্র ধারণ করতে ছুটে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে ঘিরে ফেলেন।
এ সময় তারা তাদের গাড়ির লুকিং গ্লাস ভেঙ্গে ফেলেন। পরে শাহবাগ থানা পুলিশ তাদেরকে সেখান থেকে থানায় নিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগের কর্মীরা সাংবাদিকদের বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণ ঘটানো হবে- এমন সংবাদ পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন। তারা জানেন কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
এ ব্যাপারে শাহবাগ থানা পুলিশ জানায়, সন্ধ্যার দিকে টিএসসিতে ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ছবি ধারণ করা নিয়ে কয়েকজন ছাত্রনেতার সঙ্গে সাংবাদিকদের কথা কাটাকাটি হয়। পরে তাদেরকে থানায় এনে ছেড়ে দেওয়া হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান