লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের জাহানাবাদ গ্রামে স্থানীয় ফরিদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় সেখানে একটি পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও গুলি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- একটি কাটা রাইফেল, একটি এলজি ও দুইটি একনলা বন্দুক। সেইসাথে কাটা রাইফেলের ১১ রাউন্ড গুলি, ৬ রাউন্ড রিভলবারের গুলি ও ৩৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।