ঢাকা : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে দুস্থ ও অসহায় সংস্কৃতিকর্মীর সঠিক তালিকা বা পরিসংখ্যান নেই।
সোমবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশের জেলা পর্যায়ে সকল দুস্থ ও অসহায় সংস্কৃতিকর্মীর তালিকা নেই। মন্ত্রণালয় থেকে প্রতি বছর যেসকল অসহায় সংস্কৃতিকর্মীদের ভাতা দেয়া হয় সরকারের নিকট শুধুমাত্র তাদের তালিকা সংরক্ষিত আছে।
তিনি আরো বলেন, ২০১৩-১৪ অর্থবছরে ৬৪ জেলার মোট দুই হাজার ৪৫০ দুস্থ ও অসহায় সংস্কৃতিকর্মীকে ভাতা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে আরও অধিক হারে এ ভাতা ও বাজেট বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা সরকারের আছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।